![](https://media.priyo.com/img/500x/https://thefinancialexpress.com.bd/uploads/1635593032.jpg)
১৭টি নথিসহ একটি ফাইল খুঁজে পাচ্ছেনা স্বাস্থ্য মন্ত্রণালয়, থানায় জিডি
১৭টি নথিসহ একটি ফাইল খোয়া গেছে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন উপসচিব এই জিডি করেছেন বলে শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার জানিয়েছেন, খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের।
জিডির বরাত দিয়ে তিনি শনিবার বলেন, “স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ক্রয় সংক্রান্ত শাখা-২ এর কম্পিউটার অপারেটর যোশেফ সরদার ও আয়েশা গত বুধবার কাজ শেষ করে ফাইলটি একটি কেবিনেটে রেখে যায়। ওই ফাইলে ১৭টি নথি ছিল। পরদিন এসে আর ফাইলটি না পেয়ে থানায় জিডি করা হয়েছে।”
- ট্যাগ:
- অন্যান্য সংবাদ
- গোপন নথি
- নথি চুরি