![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdead-body-20211030161338.jpg)
ঋণের টাকা শোধ করতে না পেরে আত্মহত্যা
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় প্রতিবেশীদের কাছ থেকে নেওয়া ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দেলবর হোসেন (৫০) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে বালাকান্দি কসাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দেলবর হোসেন উপজেলার বালাকান্দি কসাইপাড়া গ্রামের হায়বর আলীর ছেলে। তিনি ফরকেরহাট বাজারে কসাইয়ের কাজ করতেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- আত্মসাৎ
- ঋণগ্রস্ত
- মানসিক যন্ত্রণা