মিরসরাই বিসিক শিল্পনগরী: ৮৮ কারখানার চালু হয়েছে দুটি
শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের লক্ষ্যে কাজ শুরু হলেও আশানুরূপভাবে এগোচ্ছে না মিরসরাই বিসিক শিল্পনগরীর কাজ। ২০০৯ সালে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হয় ২০১৭ সালে। দুই দফা বরাদ্দ বাড়ানোর ফলে নির্মাণ ব্যয় দাঁড়ায় ২৯ কোটি ২৫ লাখ টাকা। ২০১৯ সালের নভেম্বর মাসে ৮৮টি প্লটের বরাদ্দ দেওয়া হলেও কারখানা নির্মাণ কাজ শুরু করেনি বেশিরভাগ প্রতিষ্ঠান। বর্তমানে মাত্র দুটি কারখানা পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। সব কারখানা চালু হলে দেশের ৭৫তম শিল্পনগরীতে পাঁচ হাজার মানুষের কর্মসংস্থান সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বিসিক শিল্পনগরীতে মাত্র দুটি প্রতিষ্ঠানে মবিল ও কার্টনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে। এছাড়া দুটি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণ কাজ চলমান রয়েছে। অন্যদিকে প্লট বরাদ্দ পাওয়ার ৬০ দিনের মধ্যে কারখানার লেআউট জমা দেওয়ার কথা থাকলেও ১৯টি প্রতিষ্ঠান তা করেনি। তাদের অতিরিক্ত তিন মাস সময় দেওয়া হলেও সেপ্টেম্বরে তা শেষ হয়। লেআউট জমা না দেওয়ায় প্রতিষ্ঠানগুলোর বরাদ্দ বাতিল হতে পারে।