কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পেশাগত দক্ষতা অর্জনে নজর বাড়ান

সমকাল ড. মো. তৌহিদুল ইসলাম প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২১, ০৯:৪৯

বিশ্ববিদ্যালয়গুলোতে সবচেয়ে চাহিদাসম্পন্ন বিষয়গুলোর মধ্যে আইন অন্যতম প্রধান বিষয়। আইন পড়ে আইনজীবী, আইন প্রশিক্ষণপ্রাপ্ত এবং সর্বোপরি আইনি জ্ঞানসমৃদ্ধ একজন সুনাগরিক হওয়া যায়। এ ছাড়া অন্য অনেক বিষয় পড়ে যেসব চাকরি করা যায়, আইন পড়ে সেগুলো ছাড়াও ওকালতি, জজিয়তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে কাজ করা যায়। এদের মধ্যে ওকালতি করতে হলে আইনের প্র্যাকটিস স্কিল শিখতে হয়। এ ছাড়া জজিয়তি ও আইন কর্মকর্তা হিসেবে কাজ করতে হলে স্ব স্ব নিয়ন্ত্রক এবং নিয়োগকারী কর্তৃপক্ষ বিচারিক ও সংশ্নিষ্ট কর্মপদ্ধতি সম্পর্কে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। তাই বলা যেতে পারে, আইনে পড়লেই আইনের প্র্যাকটিস স্কিল শেখা সবার জন্য দরকারি নয়। কেউ কেউ ছাত্রজীবনে প্র্যাকটিস স্কিল শিখে রাখার পক্ষে যুক্তি দিলেও দীর্ঘদিন চর্চা না করলে এসব স্কিল ভুলে যাওয়ারই কথা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও