বইমেলার প্রস্তুতিতে টানাপড়েনে প্রকাশকরা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১৪:১৩
ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলার গ্রন্থ প্রকাশের প্রস্তুতি শুরু হয়ে যায় আগের বছরের অক্টোবর থেকেই। অবশ্য এবার মহামারির দুর্যোগ কাটিয়ে ২০২২ সালের মেলার প্রস্তুতি শুরু করতে গিয়ে নানা টানাপড়েনে পড়েছেন প্রকাশকরা।
অন্যান্য বছরের তুলনায় অর্থলগ্নির পরিমাণ এবার কম হবে উল্লেখ করে তারা বলছেন, অনলাইনে সারাবছর ৩০ থেকে ৭০ শতাংশ ছাড়ে বইকেনায় অভ্যস্ত পাঠককে ২৫ শতাংশ ছাড়ে মেলায় টেনে আনতে বেগ পেতে হবে। তাছাড়া মহামারির পর উঠে দাঁড়াতে কোনও প্রণোদনার ব্যবস্থা না থাকায় অনেক প্রকাশক এবার মেলায় অংশ না-ও নিতে পারেন বলে শঙ্কা জানিয়েছেন।