আফগানিস্তানের জনগণকে সহায়তা দিতে চায় বাংলাদেশ
সংকটে পড়া মানুষের সংখ্যা ২ কোটি ২০ লাখেরও বেশি; অর্থাৎ দেশটির অর্ধেকের বেশি মানুষ চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ প্রেক্ষাপটে কীভাবে দেশটিকে মানবিক সহায়তা দেওয়া যায় সেটি নিয়ে জাতিসংঘসহ অন্যান্য দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। মানবিক দেশ হিসাবে বাংলাদেশও পিছিয়ে নেই। ইতোমধ্যে বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে ওষুধ ও খাদ্য সরবরাহ করতে প্রস্তুত বাংলাদেশ। এছাড়া আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেড ক্রিসেন্টের মাধ্যমেও সহায়তা পাঠাতে চায় বাংলাদেশ। এ জন্য সেপ্টেম্বরে রেড ক্রিসেন্টকে অনুরোধও করেছে ঢাকা।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বাংলা ট্রিবিউন বলেন, ‘গত মাসে জাতিসংঘ আয়োজিত একটি বৈঠকে ওষুধ ও খাদ্য পাঠাতে বাংলাদেশের আগ্রহের কথা আমরা জানিয়েছি। এর বাইরে আমরা রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গেও যোগাযোগ করেছি। তারা মানবিক সহায়তা সেখানে পৌঁছে দিতে পারবে কিনা সে বিষয়ে জানতে চেয়েছি।’