নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো বিদ্রোহ

সমকাল সঙ্গীতা ইমাম প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ১০:২৪

আজ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। সাংস্কৃতিক জাগরণের মাধ্যমে মানুষের মুক্তির সংগ্রামে শামিল হয়ে শোষণমুক্ত অসাম্প্রদায়িক সমাজ গঠনের প্রত্যয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অবিরাম পথচলা। 'নৈঃশব্দ্য ভেঙে জেগে ওঠো বিদ্রোহ'- এ স্লোগান সামনে রেখে বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে মিলিত হচ্ছেন উদীচীর শিল্পী-কর্মী-সহযোদ্ধারা। প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবমুক্তির যে আদর্শ আর চেতনার মশাল হাতে নিয়ে সত্যেন সেন, রণেশ দাশগুপ্তের নেতৃত্বে যাত্রা শুরু করেছিল উদীচী, আজও সে চেতনার মশাল সমুজ্জ্বল; লড়াইয়ের একই আলোতে দীপ্র। উদীচী একটি সাংস্কৃতিক সংগঠন শুধু নয়। এটি এক আন্দোলন; একটি চেতনার নাম। যে চেতনার মর্মমূলে মানুষ আর সে আন্দোলনের মূল লক্ষ্য মানুষের জন্য একটি মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও সাম্যের সমাজ প্রতিষ্ঠা- যে প্রত্যয় ব্যক্ত হয়েছিল আমাদের মহান স্বাধীনতা আন্দোলনের ঘোষণাপত্রে। তাই শুধু সংস্কৃতিচর্চার মধ্যেই উদীচী সীমাবদ্ধ থাকেনি; গণমানুষের সংস্কৃতিচর্চার পথনির্দেশ ও নির্মাণ যেমন করেছে, তেমনি গণমানুষের জীবনবোধ ও অধিকার আদায়ের সংগ্রামেও নেতৃত্ব দিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও