ঘুমের ঘোরে রগে টান
আমি চিকিৎসক না তবে রোগী, সেক্ষেত্রে আমি চিকিৎসকের অস্তিত্ব্রের প্রধান কারণ। কিছু কি বোঝাতে পারলাম? আমাদের শরীরের যতো নেটা, মানে শারীরিক যতো অসুস্থতা, তার কারণেই গোটা বিশ্বে ডাক্তারের উৎপত্তি। এখন প্রশ্ন হচ্ছে চিকিৎসকরা তো আন্দাজে ওষুধ দেবেন না। তাদের জানতে হবে সমস্যা কী এবং সমস্যার জন্য কী ধরনের সমাধান রয়েছে।
এই জানা বা শেখার কারণে তারা ভুরি ভুরি বই পুস্তক পড়েছেন, ফলে তাদের কাছে গেলে আমরা রোগ মুক্তির সমাধান পেয়ে থাকি।
এখন আমার সমস্যা একটু ভিন্ন ধরনের, সেটা হলো সমস্যা আছে কিন্তু সমাধান নেই। এজন্য কোথায় বা কার কাছে যাবো? এমন জটিলতার সময় যুগে যুগে কিছু মানুষ নানাভাবে ছুটেছে কীভাবে সমস্যার সমাধান করা যায় তার জন্য। অনেকে দিনরাত ভাবতে ভাবতে পাগল হয়েছে, অনেকে বাথ ট্যাব থেকে ল্যাংটা হয়ে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে করতে জনসমাজে নিজেকে কেলেংকারি করেছেন, শেষে বিশ্বখ্যাতি পেয়েছেন ইত্যাদি।