![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsosan-20211028165855.jpg)
প্রতিবেশী দেয়নি রাস্তা, পুকুরের পানি মাড়িয়ে লাশ নেওয়া হলো শ্মশানে
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জেরে মনমোহিনী দাস (৯৫) নামের এক বৃদ্ধার মরদেহ দাহ করতে শ্মশানে যেতে রাস্তা না দেওয়ার অভিযোগ উঠেছে। পরে পুকুর দিয়ে ওই মরদেহ শ্মশানে নিয়ে দাহ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার তালশহর (পশ্চিম) ইউনিয়নের পশ্চিমপাড়ার এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।