সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির পক্ষ থেকে মঙ্গলবার দলীয় অফিসের সামনে সম্প্রীতির সমাবেশ আহ্বান করা হয়েছিল। এর আগে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন দল সম্প্রীতির সমাবেশ করেছে; কোনো অঘটন ঘটেনি। কিন্তু বিএনপির সমাবেশ-পরবর্তী মিছিল নিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়, মিছিল করার অনুমতি না থাকা সত্ত্বেও তারা মিছিল করেছে এবং পুলিশের ওপর ঢিল ছুড়েছে। বাধ্য হয়ে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, তাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা চালিয়েছে এবং ৫০ জনের বেশি কর্মীকে আটক করেছে।