প্রতিযোগিতা: বাংলাদেশের উদ্ভাবনী শক্তির জন্য আশীর্বাদ, না অভিশাপ?
‘প্রতিযোগিতা’ শব্দটি আমাদের সবার জীবনের সঙ্গে জড়িত। শব্দটি শুনলেই স্মৃতির মানসপটে হয়তো ভাসে কোনো এক রক্তক্ষয়ী লড়াইয়ের দৃশ্য, হয়তো মনে হয় নিজের শ্রেষ্ঠত্ব জাহিরের নিবিড় প্রয়াস। তবে বাস্তব হলেও সত্য, প্রতিযোগিতাকে একটি সমাজ কীভাবে গ্রহণ করে, তার ওপর ওই সমাজের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে।
ট্রেডিংইকোনমিকস ডটকমের বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা প্রতিবেদনের দিকে যদি তাকাই, তাহলে দেখা যায়, পৃথিবীর যেসব রাষ্ট্রকে আমরা ‘উন্নত’ বলে মানি, তাদের দেশে প্রতিযোগিতা হয় সবচেয়ে বেশি। যেমন এই র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি প্রতিযোগী দেশগুলোর কয়েকটি হলো জাপান (স্কোর ৮২.৪৭), সুইজারল্যান্ড (৮২.৫৯) ও আরব আমিরাত (৭২.৩৭)।