কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শাক দিয়ে মাছ ঢাকবেন না

সমকাল সম্পাদকীয় প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২১, ১০:১৪

চট্টগ্রামে এম এ মান্নান উড়াল সেতুতে ফাটল ধরা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়া অস্বাভাবিক নয়। সোমবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ফ্লাইওভারের একটি র‌্যাম্পে ফাটলের চিত্র স্পষ্ট হলেও বুধবার পরিদর্শন শেষে ফাটল পাননি নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। তারা যে মত দিয়েছেন, তাতে আশ্বস্ত না হওয়ার যথেষ্ট কারণ রয়েছে।


বুধবার সমকালের প্রতিবেদনে প্রকাশ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এবং প্রধান প্রকৌশলী পরিদর্শনে গিয়ে বলেছেন, নির্মাণ ত্রুটির কারণেই ফ্লাইওভারে ফাটল ধরেছে। যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এমনকি র‌্যাম্পটির নকশা প্রণয়নকারী প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ফাটল পাননি বললেও ভারী যান চলাচল করতে নিষেধ করেছেন। তারা এও বলেছেন, যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে, তাই আরও গভীর পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর পর্যবেক্ষণসহ প্রতিবেদন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে দেওয়া হবে। প্রশ্ন হলো, ফাটল যদি নাই থাকে, তাহলে কেন আবার তদন্ত করতে হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও