দিল্লির ৯০ শতাংশ মানুষের দেহে করোনার অ্যান্টিবডি : সমীক্ষা
অন্য সব মানুষের মতোই করোনায় আক্রান্ত হচ্ছেন ভারতের দিল্লির বাসিন্দারা। কিন্তু সেটা নিজের অজান্তেই। আবার সেরেও উঠছেন। দেশটির রাজধানীতে সম্প্রতি চালানো এক সমীক্ষার তথ্য বলছে, দিল্লির প্রায় ৯০ শতাংশ বাসিন্দার দেহে করোনাভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দিল্লি সরকারের পক্ষ থেকে ‘ষষ্ঠ সেরোলজিক্যাল সার্ভে (সেরো সার্ভে) রিপোর্ট’ প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, দিল্লির অনেক বাসিন্দার দেহে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই সংখ্যাটি কোনো অবস্থাতেই ৮৫ শতাংশের কম নয়।