![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F6380d4ec-dd66-413d-b1af-641fa9e31093%252F242505315_218841510280389_5045820414878381716_n.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.0)
বিয়ের পরে কেবল সুখীই হতে চেয়েছেন কারিনা
হ্যাঁ, বিয়ে করতেই নিষেধ করেছিল অনেকে। সাইফকে বিয়ে করতে আরও বেশি করে নিষেধ করেছিল। বলেছিল, ক্যারিয়ারের উঁচু সোপানে দাঁড়িয়ে কোনো বুদ্ধিমান মেয়ে বিয়ে করে না। আর ডিভোর্সি পুরুষ তো একেবারেই না। আমি তাদের স্রেফ জানিয়ে দিয়েছি যে তাদের তৈরি করা কোনো ইঁদুর দৌড়ে আমি অংশ নিচ্ছি না। আমি অভিনেত্রী, আর বিয়ের পরেও তা-ই থাকব।