সেই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস
ভারত-পাকিস্তান ম্যাচ মানে মাঠের বাইরেও কঠিন লড়াই- তার প্রমাণ মিলছে বারবার। গত রোববার দুই দলের ম্যাচ হয়ে গেলেও, থামছে না সেই ম্যাচকে ঘিরে নানান আলোচনা। এই আলোচনা শেষপর্যন্ত গড়িয়েছিল ধর্মবিদ্বেষী মন্তব্যে। এর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন পাকিস্তানের সাবেক কোচ ওয়াকার ইউনিস।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে পাকিস্তান। যেকোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে এটিই পাকিস্তানের প্রথম জয়। আর এ জয়ের রুপকার দুই ওপেনার বাবর আজম (৫২ বলে ৬৮*) ও মোহাম্মদ রিজওয়ান (৫৫ বলে ৭৯*)।