You have reached your daily news limit

Please log in to continue


হাওরের ক্রন্দন, আউশ ধান ও নতুন সম্ভাবনা

বর্তমানে বাংলাদেশে অন্যতম আলোচিত বিষয় জলবায়ু পরিবর্তন। এ সমস্যার কারণে আমরা এমন এক দুঃসময়ের মুখোমুখি দাঁড়িয়ে, যা শুধু তাত্ত্বিক বিজ্ঞান দিয়ে হবে না; ফিরে তাকাতে হবে পেছনে। যেতে হবে আরও সমস্যার গভীরে এবং সমাধান খুঁজতে হবে শিকড়ের কাছে।

এর আগে মানুষ পোষ মানিয়েছিল একগুচ্ছ ধানের জাতকে, যারা বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে উঠত। যেন দূর থেকে পানির পদধ্বনি শুনেই অতিদ্রুত তারা পেকে উঠত। অর্থাৎ বর্ষা যত এগিয়ে আসত, ততই তারা সোনালি হয়ে উঠত। এ কারণেই বুঝি তাদের বলা হতো অতিদ্রুত পেকে যাওয়া ধান বা আশু ধান। এই আশু থেকেই এসেছে আউশ শব্দটি। জলাভূমির এই দেশে বহুকাল আগে মানুষ তাদের সৃষ্টি করেছিল সংকরায়ন ঘটিয়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন