শিক্ষা আইন কি আলোর মুখ দেখবে
এক দশকের বেশি সময় ধরে শিক্ষা আইনের খসড়া নিয়ে কেবল আলোচনাই হচ্ছে। এই চূড়ান্ত হচ্ছে, তো আবার পিছিয়ে যাচ্ছে। একটি আইন প্রণয়ন করতে এত দীর্ঘ সময় লাগার উদাহরণ দেশে আর আছে কি না, তা সংশ্লিষ্ট কেউ বলতে পারেন না। মূলত নোট-গাইড বা সহায়ক বই এবং কোচিং-প্রাইভেটের মতো কিছু বিষয় রাখা না-রাখা নিয়েই আইনের খসড়াটি এত দীর্ঘ বছর ধরে ঘুরপাক খাচ্ছে।