ইরাকের গ্রামে আইএস হামলা, মৃত ১১
বাগদাদের উত্তরে দিয়ালা অঞ্চলের আল-রাশাদ গ্রামে হামলা চালায় আইএস সন্ত্রাসীরা। এর ফলে ১১ জন মারা গেছেন। আহত ছয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ইরাকে একদা খুবই শক্তিশালী আইএস এখন বিচ্ছিন্নভাবে কিছু হামলা চালাচ্ছে।
স্থানীয় সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা এপি জানাচ্ছে, মঙ্গলবার আইএস সন্ত্রাসীরা প্রথমে দুইজনকে অপহরণ করে। তারপর তারা গ্রামবাসীদের কাছে অর্থ দাবি করে। গ্রামবাসীরা তা দিতে অস্বীকার করে। তারপর আইএস সন্ত্রাসীরা গুলি চালায়। এই এলাকায় নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য থাকেন। যাদের মারা হয়েছে, তারা সকলেই বানি তামিম সম্প্রদায়ের মানুষ। এই অঞ্চলের গভর্নরও একই সম্প্রদায়ভুক্ত।