নগরায়ণের ফলে বাড়ছে স্তন ক্যানসারের ঝুঁকি
ইত্তেফাক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১, ০৮:২৯
দ্রুত নগরায়ণ হওয়া, ১০-১২ ঘণ্টা বসে কাজ করা, সপ্তাহে তিন বারের বেশি ফাস্টফুড খাওয়া, স্থূলতা এবং অধিক কসমেটিক ব্যবহারের কারণে নারীদের মধ্যে বাড়ছে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার প্রবণতা। এ সব বিষয়ে সচেতন হলে স্তন ক্যানসারের ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলে জানান সংশ্লিষ্ট গবেষকরা।
গতকাল বিএমএ ভবনের শহিদ ডা. শামসুল আলম খান মিলন সভা কক্ষে আয়োজিত ‘স্তন ক্যানসারে পেশাগত ঝুঁকি’ বিষয়ক সচেতনতামূলক গোলটেবিল বৈঠকে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ সব তথ্য তুলে ধরেন। ফার্মাসিটিক্যাল কোম্পানি বিকনের সহযোগিতায় বাংলাদেশ ক্যানসার স্ট্যাডি গ্রুপ ও বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।