![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F10%2F26%2F_120319273_hi069932683.jpg%3Fitok%3D0_aBvI3x)
ইতালির উপকূল থেকে ৩৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
ইতালির রোচেলা শহরের সমুদ্র উপকূল থেকে ৩৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী। সোমবার মাছ ধরার একটি ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। খবর ইউএন পোস্টের। এক বিবৃতিতে দেশটির কোস্টগার্ড বলছে, ট্রলারটি লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তবরুকের উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু ইতালির সমুদ্র উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে সেটি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- উদ্ধার
- অভিবাসী প্রত্যাশী