লুইস ঝড়ের পরও ১৪৩ রানে থেমে গেলো ওয়েস্ট ইন্ডিজ
কচ্ছপ ব্যাটিংয়ে প্রথমাংশে দলকে বিপদে ফেললেন লেন্ডল সিমন্স। পরে গিয়ে গতি বাড়ানোর কাজটা করতে পারেননি ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়াররা। যে কারণে বাঁহাতি ওপেনার এভিন লুইসের ঝড়ো ফিফটির পরেও বড় হয়নি ওয়েস্ট ইন্ডিজের দলীয় সংগ্রহ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থেমেছে ৮ উইকেটে ১৪৩ রানে। আসরে প্রথম জয় পেতে দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য এখন ১৪৪ রানের। লুইস খেলেছেন ৩৫ বলে ৬ ছয়ের মারে ৫৬ রানের ইনিংস।