জনবল সংকটেও সেবায় দেশসেরা খুলনা মেডিকেল
খাতা কলমে ৫০০ শয্যার হাসপাতাল। চিকিৎসক আছে পদের অর্ধেক। আর প্রতিদিন রোগী ভর্তি থাকছেন ১ হাজার ৪০০ এর বেশি। বহির্বিভাগেও প্রতিদিন অন্তত ১ হাজার ২০০ রোগী সেবা নিচ্ছেন। শয্যা পেরিয়ে বারান্দা, প্যাসেজ, চলাচলের রাস্তা এমনকি পরিচালকের কার্যালয়ের সামনের ফ্লোরে সেবা নিচ্ছেন রোগীরা।
একদিকে চিকিৎসক নার্স সংকট, অন্যদিকে ধারণ ক্ষমতার তিনগুণ রোগী নিয়ে হিমশিম খাচ্ছে হাসপাতাল প্রশাসন। এর ওপর বাড়তি চাপ সামলাতে হচ্ছে করোনা রোগী।