ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়

দেশ রূপান্তর সিরাজুল ইসলাম চৌধুরী প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২১, ১৩:৫৪

জনগণের জন্য আমলাতন্ত্রের সবচেয়ে ভীতিকর অঙ্গটি হচ্ছে পুলিশ বাহিনী। এ দেশের পুলিশ বাহিনীও ব্রিটিশেরই সৃষ্টি। জনগণকে রক্ষা করার কথা বলা হলেও তাদের আসল দায়িত্ব ছিল জনগণকে দমন করা। লাল পাগড়ি দেখলে লোকে পড়ি তো মরি করে দৌড় দিত। পাকিস্তান আমলে রাষ্ট্রের স্বৈরাচার, বিরোধী রাজনীতিকদের ওপর নিপীড়ন ও জনজুলুমের প্রত্যক্ষ প্রতিচ্ছবি ছিল পুলিশের দুরাচার। একাত্তর সালে রাষ্ট্র ভাঙার যে যুদ্ধ তাতে পুলিশ বাহিনী অংশ নিয়েছে, অনেকে প্রাণ দিয়েছেন; কিন্তু নতুন রাষ্ট্র পুলিশ বাহিনীকেই আবার ডেকে এনে দায়িত্ব দিয়েছে তারা আগে যা করত তাই করতে। রাষ্ট্র গণতান্ত্রিক হয়নি; স্বদেশিদের দ্বারা পরিচালিত হলেও এ রাষ্ট্র জনগণের স্বার্থ দেখে না, দেখে শাসকশ্রেণির স্বার্থ; আগে যেমনটা দেখত। শাসকশ্রেণি নিজেদেরটা গুছিয়ে নিতে অতিশয় ব্যস্ত থেকেছে, পুলিশ বাহিনীও সেই সুযোগে শক্তিশালী হয়ে উঠেছে এবং এখন তাদের সদস্যদের কেউ কেউ রীতিমতো বেপরোয়া আচরণ করে থাকে যেমনটি আগে ভাবাও যেত না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও