বগুড়ায় ট্রাকচাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বগুড়ায় ট্রাকচাপায় রাসেল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাত ৯টার দিকে বগুড়া শহরতলীর ভবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের চালকসহ দুইজন আহত হয়েছেন। নিহত রাসেল আদমদিঘী উপজেলার চারুপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, সোমবার রাতে আদমদীঘির তিন যুবক রাসেল (৩০), মৃদুল (৩৫) ও আমিনুল (৩৬) মোটরসাইকেল নিয়ে বগুড়া শহর থেকে চারমাথার দিকে যাচ্ছিলেন। ভবের বাজার এলাকায় মেহেরা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়।