বাংলাদেশের মানুষের খাদ্যসংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ভাত। প্রতিদিনের খাদ্যতালিকায় যে ক্যালরি যুক্ত হয়, তার ৭৭ ভাগই আসে ধান বা চাল থেকে। ধান থেকে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১১ ভাগ আসে। বাংলাদেশে বছরে যে পরিমাণ ধানের চাহিদা, তার ৫৬ ভাগই বোরো মৌসুমে উৎপাদিত হয়। ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবিলা করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিতের জন্য বোরোর উৎপাদন বাড়ানোর বিকল্প নেই।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বরিশাল আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটে বোরোর আবাদ বৃদ্ধিবিষয়ক একটি সেমিনারে উঠে এসেছে, সেচ ও উন্নত মানের বীজ সরবরাহ করা গেলে বরিশাল অঞ্চলে বোরো ধানের উৎপাদন অনেক গুণ বাড়ানো সম্ভব। তবে এ বিভাগে বোরো উৎপাদনে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা সেচসুবিধার অভাব ও মাটির লবণাক্ততা। সারা দেশে যেখানে জাতীয়ভাবে সেচসুবিধার আওতায় থাকা জমির পরিমাণ ৭৩ শতাংশ, সেখানে বরিশাল অঞ্চলে এর পরিমাণ মাত্র ২৭ শতাংশ।