আমি যে সত্যি বলি, তা ইন্ডাস্ট্রিই প্রমাণ করে দেয়, বললেন শ্রীলেখা মিত্র
দর্শকের সঙ্গে আমিও প্রথম বার পুরো ছবিটা দেখলাম। স্ক্রিনিংয়ের পরে প্রশ্নোত্তর পর্ব হয়েছিল। ছবির জগতের মানুষ এবং সাধারণ দর্শক আমার অভিনয়ের প্রশংসা করেছেন। ওখানে উপস্থিত অনেক মহিলা বলেছেন, অন্য মহাদেশ বা সংস্কৃতির হলেও, আমার অভিনয়ের মধ্য দিয়ে তাঁরা নারীসত্তার চিরন্তন দিকটি উপলব্ধি করেছেন। আমার অটোগ্রাফ নেওয়ার জন্য একটি মেয়ে তার বাবার সঙ্গে অপেক্ষা করছিল। রেড কার্পেট, চোদ্দো দিনের সফর, নানা প্রান্তের মানুষের সঙ্গে পরিচিতি... সঞ্চয় করে রাখার মতো একটা অভিজ্ঞতা।