ভিডিও স্টোরি: অভিযোগ অস্বীকার করে সময়মতো জবাব দেবেন বলে জানিয়েছেন ওয়াংকেড়ে
ইন্ডিপেন্ডেন্ট ২৪
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ২০:১৫
বলিউড সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খানের মাদক মামলায় এবার নতুন মোড়। এক নম্বর সাক্ষী প্রভাকর সাইলের দাবি, মামলা ধামাচাপা দিতে শাহরুখের কাছে ২৫ কোটি রুপি চান মাদক নিয়ন্ত্রণ ব্যুরো-এন/সি/বির আঞ্চলিক পরিচালক সামির ওয়াংকেড়ে ও মধ্যস্থতাকারীরা। পরে ১৮ কোটি রুপি চূড়ান্ত হয়। তবে, অভিযোগ অস্বীকার করে সময়মতো জবাব দেবেন বলে জানিয়েছেন ওয়াংকেড়ে।
- ট্যাগ:
- ভিডিও
- মাদক
- মাদকাসক্ত
- আরিয়ান খান