ভিডিও স্টোরি: বাহারি নকশার দাড়ি-গোঁফের বাহারি নাম, রাজসিক আভিজাত্য কি?

যমুনা টিভি প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ১৯:১৮

কেউ বলবে সখ, কেউ বলবে নেশা আবার কেউ বলবে পাগলামি। তবে বিশ্বজুড়ে এমন মানুষের সংখ্যা খুব বেশি নয়। কোটি কোটি মানুষের মাঝেও তাদের আলাদা করে চেনা যায়। বলছি বাহারি নকশার দাড়ি গোফওয়ালা মানুষের কথা। আর তাদের অংশগ্রহণেই জার্মানি'র সাউথ বাভারিয়ানে হয়ে গেলো ভিন্ন ধর্মী প্রতিযোগিতা।

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও