![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Funtitled-16-20211025183204.jpg)
কনস্টেবল নিয়োগের কথা বলে টাকা গ্রহণকালে প্রতারক আটক
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগের বাছাই পরীক্ষা চলাকালে এক চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়ার সময় হাসান (৪৮) নামে এক প্রতারককে আটক করেছে ডিবি পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) দুপুর ১টায় পুলিশ লাইন্স নওগাঁর এক নম্বর গেইটের সামনে থেকে তাকে আটক করা হয়।