![](https://media.priyo.com/img/500x/https://www.daily-bangladesh.com/media/imgAll/2021March/812297df-dfd4-4724-ae24-58e90ed4dd95-2110251213.jpg)
চালককে গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই
জয়পুরহাটে শফিকুল ইসলাম নামে এক চালককে হত্যার পর ব্যটারি চালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে সদর উপজেলার দোগাছি শিমুলতলী এলাকার পার্শ্ববর্তী একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট সদর উপজেলার খাসপাহানন্দা গ্রামের নিলু ফকিরের ছেলে। ওসি আলমগীর জাহান জানান, রোববার সকালে শফিকুল ইসলাম অটোরিকশা নিয়ে তার নিজ বাড়ি থেকে বের হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১১ মাস, ২ সপ্তাহ আগে
১ বছর আগে