![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgaja-20211025174445.jpg)
রাজধানীতে ৪০ কেজি গাঁজাসহ আটক ৪
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ চার মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন- মো. সোহেল (৩৫), শরিফ মিয়া (৩৫), তরিকুল ইসলাম (৪০) ও মোস্তফা কামাল (৪০)।
গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও গোয়েন্দা বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত দুটি প্রাইভেটকার জব্দসহ ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।