গফরগাঁওয়ে বৈদ্যুতিক খুঁটি পড়ে বৃদ্ধ নিহত

ঢাকা টাইমস গফরগাঁও প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২১, ১৬:০১

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের ‘খামখেয়ালিপনায়’ পল্লী বিদ্যুতের একটি খুঁটি উপড়ে এক বৃদ্ধের উপর পড়েছে। এতে ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সালটিয়া ইউনিয়নের পশ্চিম ধামাইল গ্রামের এশিয়ান হাইওয়ে সড়কে এ ঘটনা ঘটে। নিহত আছর উদ্দিন (৭০) ধামাইল গ্রামের বাসিন্দা।


প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপনের কাজ চলছিল। বৃদ্ধ আছর উদ্দিন তখন গরু চরানোর জন্য পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিদ্যুতের খুঁটি উপড়ে বৃদ্ধ আছর উদ্দিনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পল্লী বিদ্যুৎ গফরগাঁও কার্যালয়ের ডিজিএম মো. শাহীন আক্তার বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠানের দায়িত্বে অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও