অনিরাপদ দেশে অভিবাসনপ্রত্যাশীদের ফেরত পাঠাবেন না : পোপ ফ্রান্সিস
অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়ার মতো অনিরাপদ দেশে ফেরত না পাঠানোর আহ্বান জানিয়েছেন রোমান ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, এমন দেশে অনেককেই সহিংসতা ও কনসেন্ট্রেশন ক্যাম্পের অমানবিক পরিস্থিতির শিকার হতে হয়। রোববার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নেতারা যখন অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে হিমশিম খাচ্ছেন এবং এটি নিয়ে বিভিন্ন মতপার্থক্য দেখা যাচ্ছে, তখন রোববার প্রার্থনায় এই আহ্বান জানালেন পোপ ফ্রান্সিস।