রোহিঙ্গা হত্যার ঘটনায় গ্রেফতারকৃত ১০ জন কারাগারে
কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মাদ্রাসায় হামলা করে ছয়জনকে হত্যার ঘটনায় শনিবার উখিয়া থানায় হত্যা মামলা হয়েছে । নিহত রোহিঙ্গা আজিজুল হকের পিতা নুরুল ইসলাম বাদী হয়ে ২৫ জনের নামে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ২০০-২৫০ জনকে আসামি করা হয়েছে। গত ২২ অক্টোবর ভোর রাতে উখিয়ার বালুখালী ক্যাম্প-১৮ সন্ত্রাসীদের গুলিতে ৬ জন নিহত হয়।
এজাহারে থাকা পাঁচজনসহ ১০ আসামিকে গ্রেপ্তার করে উখিয়া থানায় সোপর্দ করেছে এপিবিএন সদস্যরা। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে