কাজের বিনিময়ে গম কর্মসূচি চালু করলো তালেবান
আফগানিস্তানে রবিবার কাজের বিনিময়ে গম কর্মসূচি চালু করেছে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার। ক্ষুধা ও বেকারত্ব মোকাবিলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর আওতায় হাজার হাজার মানুষকে কাজের বিনিময়ে গম সরবরাহ করা হবে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডন।
কাবুলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি নিয়ে কথা বলেছেন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। তিনি জানান, আফগানিস্তানের প্রধান প্রধান শহর ও সংলগ্ন এলাকায় এই স্কিমটি চালু করা হবে। শুধু রাজধানী কাবুলেই ৪০ হাজার জনকে নিয়োগ দেওয়া হবে।