মুশফিক-নাঈমের ব্যাটে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন মুশফিকুর রহিম। তার সঙ্গে বাংলাদেশের ওপেনিং জুটিও ছিল একটি ভালো সূচনার সন্ধানে। শ্রীলঙ্কার বিপক্ষে এ দুইয়েরই দেখা মিলেছে। শুরুতে অবশ্য বাংলাদেশের ব্যাটিংয়ের ভিত্তিটা গড়ে দেন মোহাম্মদ নাঈম শেখ। তাতে শ্রীলঙ্কার বিপক্ষে বড় সংগ্রহই পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের ১৭২ রানের লক্ষ্য দিয়েছে দলটি।
রোববার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭১ রান তুলেছে বাংলাদেশ।
অথচ আসর জুড়েই টাইগারদের মূল সমস্যা ছিল ওপেনিং জুটি। আগের তিন ম্যাচে সর্বোচ্চ সংগ্রহ ছিল মাত্র ১১ রান। এদিন লিটন দাসকে নিয়ে ভালো সূচনা এনে দেন নাঈম। গড়েন ৪০ রানের জুটি। পাওয়ার প্লে শেষ হওয়ার এক বল আগে ভাঙে এ জুটি। লাহিরু কুমারার বলে মিডঅফের উপর দিয়ে বাউন্ডারি মারতে গিয়ে দাসুন শানাকার হাতে ধরা পড়েন লিটন।