![](https://media.priyo.com/img/500x/https://www.ittefaq.com.bd/image-contents/600x315x1x1/news-photos/2021/10/24/image-285853-1635056011.jpg)
ভারত-পাকিস্তান ম্যাচ জাতীয় স্বার্থবিরোধী: রামদেব
ইত্তেফাক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১, ১২:১১
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচটি জাতীয় স্বার্থবিরোধী বলে মন্তব্য করেছেন ভারতীয় যোগগুরু রামদেব। একথা জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
রামদেব বলেন, ‘আমি মনে করি, এমন পরিস্থিতিতে এই ক্রিকেট ম্যাচ রাষ্ট্রধর্মের বিরুদ্ধে; একই সঙ্গে তা জাতীয় স্বার্থেরও বিরোধী। ক্রিকেট ও সন্ত্রাসের খেলা একই সঙ্গে খেলা যায় না।’