You have reached your daily news limit

Please log in to continue


‘মুহিবুল্লাহ, ওঠ’ বলেই পরপর তিনটি গুলি

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আরও চারজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল শনিবার ভোর চারটার দিকে কক্সবাজারের উখিয়ার লম্বাশিয়া আশ্রয়শিবির থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় রোহিঙ্গারা গ্রেপ্তার চারজনকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান স্যালভেশন আর্মি’-আরসার (আল-ইয়াকিন নামেও পরিচিত) সদস্য দাবি করেছে। তবে পুলিশ বলছে, রোহিঙ্গা শিবিরে আরসা বা আল-ইয়াকিন নামে কোনো সংগঠনের তৎপরতা নেই। তবে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী আরসা ও আল-ইয়াকিনের নাম ব্যবহার করে অপকর্ম করছে।

গ্রেপ্তার চার রোহিঙ্গা হলেন লম্বাশিয়া শিবিরের আজিজুল হক, মো. রশিদ প্রকাশ মুরশিদ আমিন, মো. আনাছ ও নুর মোহাম্মদ। আজিজুল হককে গ্রেপ্তারের সময় একটি ওয়ান শুটারগান ও একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন