কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ক্ষতি পোষাতে টেকসই পদক্ষেপ প্রয়োজন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ১৭:১৫

গত মঙ্গলবার ইউনিসেফ ও ইউনেসকো প্রকাশিত প্রতিবেদনে দেশের শিশুশিক্ষার যে চিত্র তুলে ধরা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কোভিড-১৯-এর প্রভাব মোকাবিলা কার্যক্রমবিষয়ক পরিস্থিতি বিশ্লেষণে বলা হয়, ২০২০ সালের প্রথম দিকে কোভিড-১৯ মহামারি শুরুর পর থেকে বিদ্যালয় বন্ধ থাকায় বাংলাদেশে ৩ কোটি ৭০ লাখ শিশুর পড়াশোনা ব্যাহত হয়েছে। শিশুদের পড়াশোনার ওপর মহামারির অব্যাহত প্রভাব এবং তা মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের গৃহীত কর্মসূচি ও উদ্যোগের কথাও তুলে ধরা হয় এ প্রতিবেদনে।


প্রতিবেদন উত্থাপনকালে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউনিসেফের পরিচালক মার্কোলুইজি কোরসি যথার্থই বলেছেন, যখন স্কুল বন্ধ থাকে, তখন শিশুরা শেখার ও বেড়ে ওঠার সবচেয়ে বড় সুযোগ হারায়। পুরো একটি প্রজন্মের ভবিষ্যৎ ঝুঁকিতে রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিরাপদে বিদ্যালয়গুলো পুনরায় চালু করার বিষয়টি নিশ্চিত করতে আমাদের সর্বাত্মক প্রচেষ্টা প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও