থেমে আছে যুদ্ধাপরাধের বিচার
করোনা মহামারিসহ অন্যান্য কারণে প্রায় ২০ মাস ধরে কার্যক্রম স্থগিত থাকায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুদ্ধাপরাধের মামলা এবং এ সংক্রান্ত আপিল জমে আছে।
এ সময়ের মধ্যে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্তে কোনো অগ্রগতি হয়নি। ফলে ভুক্তভোগী ও মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারসহ বিচারপ্রার্থীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
আইসিটিতে এখন মোট ৩৬টি মামলা বিচারাধীন। এ ছাড়া, ২ হাজার ৭৪৪ জন সন্দেহভাজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে ৪৫৯টি অভিযোগের তদন্ত এবং আইসিটির রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দায়ের করা ২০ টি আপিল বিচারাধীন আছে বলে জানিয়েছে আইসিটি প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা সূত্র।