
আমদানিকারকদের দাবি মেনে সরকার ভোজ্যতেলের দাম আরেক দফা বাড়িয়ে দিয়েছে। বুধবার থেকে বোতলজাত সয়াবিন কিনতে ক্রেতাকে লিটারপ্রতি সাত টাকা বেশি দিতে হচ্ছে। এত দিন তাঁরা প্রতি লিটার সয়াবিন কিনেছিলেন ১৫৩ টাকায়, এখন কিনতে হবে ১৬০ টাকায়। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের ক্ষেত্রেও দাম বেড়েছে একই হারে। আগে ৫ লিটারের বোতলজাত তেলের দাম ছিল ৭২৮ টাকা। এখন গুনতে হচ্ছে ৭৬০ টাকা।
আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে গত ফেব্রুয়ারি থেকে সাতবার ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে; যা কেবল অস্বাভাবিক নয়, নজিরবিহীন ঘটনা। গত জানুয়ারিতে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১১৫ টাকা, অক্টোবরে এসে দাঁড়িয়েছে ১৬০ টাকা।
- ট্যাগ:
- মতামত
- দাম বৃদ্ধি
- ভোজ্যতেল