![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Finternational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffdfsd-20211022105141.jpg)
২য় ডোজ না দিয়েও মিললো টিকাসনদ!
ভারতের মহারাষ্ট্রে ঘটেছে এমন কাণ্ড। বিজয়কুমার কাকড়ে নামে এক ব্যক্তি দাবি করেছেন, তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ নেননি অথচ টিকাসনদ পেয়ে গেছেন। ২৯ বছর বয়সী বিজয়কুমার কাকড়ে মহারাষ্ট্রের লাতুর জেলার জাওয়ালগা গ্রামের বাসিন্দা। খবর এনডিটিভির।