![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-10%252F862e1303-7643-493e-9a36-42f796b0ec18%252F11.gif%3Frect%3D0%252C12%252C654%252C343%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
শুধু জানা গেল শনাক্ত হওয়া যুবক ‘ভবঘুরে’
কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন শহরের দ্বিতীয় মুরাদপুরের লস্করপুকুরপাড়ের বাসিন্দা ইকবাল হোসেন। পূজামণ্ডপের আশপাশের বিভিন্ন বাসা–প্রতিষ্ঠান ও শহরের কয়েকটি এলাকার ক্লোজড সার্কিট টিভি (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ দেখে এটি নিশ্চিত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বয়সে তরুণ ইকবাল ‘ভবঘুরে ও মাদকাসক্ত’—এমন তথ্যও দিচ্ছে পুলিশ।
তবে ইকবাল কেন পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখতে গেলেন—এ প্রশ্নের উত্তর কারও কাছে নেই। পুলিশের ধারণা, ইকবালকে দিয়ে অন্য কেউ এই কাজ করিয়েছে। তাঁর পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও এমনটা মনে করছেন। কে বা কারা পেছনে থেকে এই কাজ করিয়েছে, তাদের উদ্দেশ্য কী—এসব প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে?