![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fsfsd-20211021164946.jpg)
পূজামণ্ডপে কোরআন রাখা ইকবালের বিচার চান মা
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা যুবক ইকবাল হোসেনের (৩০) দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার মা বিবি আমেনা। স্থানীয়রাও তাকে গ্রেফতার করে শাস্তির পাশাপাশি দাবি জানিয়েছেন জড়িত অন্যদেরও বিচারের আওতায় আনার। তাদের বক্তব্য, মানসিক ভারসাম্যহীন ইকবাল একা এ কাজ করেননি, তাকে দিয়ে কেউ করিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, ইকবাল মোবাইল ব্যবহার না করা ও ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে ধরতে বেগ পেতে হচ্ছে।