
এল সালভাদরে বিটকয়েনের বিনিময়ে মিলবে এয়ারলাইন সেবা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২১, ১৬:২০
এল সালভাদরে আকাশপথে এক স্থানে থেকে আরেক স্থানে যাওয়া যাবে বিটকয়েনের বিনিময়ে। সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে জানান, এল সালভাদরের স্বল্প-খরচের এয়ারলাইন ‘ভোলারিস’ বিটকয়েন গ্রহণ করবে।