জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ২১ অক্টোবর (বৃহস্পতিবার) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি হওয়া অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামও আজ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠান একযোগে অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে বিকেল ৩টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে অনার্স ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। অনুষ্ঠানটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে লাইভ সম্প্রচার হবে।