![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmugda-20211021125912.jpg)
মুগদা জেনারেল হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুপুর সাড়ে ১২টার দিকে লাগা আগুন ১২টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও চারটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট ৭টি ইউনিটের চেষ্টায় ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।