![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Ffeature%2Fimages%2Fsinopharm-vaccine_1.jpg%3Fitok%3DKt_AcxCN%26timestamp%3D1634790772)
সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা ঢাকায়
সিনোফার্মের আরও ৫৫ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এদিন সকালে মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান জানান, সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকাবাহী ফ্লাইট আজ ভোররাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা এ টিকা গ্রহণ করেন।
গত ৩১ আগস্ট চীনের সিনোফার্মের টিকার ৫৫ লাখ ৫৩ হাজার ৬৫০ ডোজ দেশে আসে। চুক্তি অনুযায়ী কেনা টিকার পাশাপাশি চীন থেকে উপহার হিসেবে এবং কোভ্যাক্সের মাধ্যমে ৫৫ লাখ ৭১ হাজার ৬০০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে