![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fassetsds.cdnedge.bluemix.net%2Fbangla%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fbig_202%2Fpublic%2Fimages%2F2021%2F09%2F15%2Fdrawning.jpg%3Fitok%3DYJECqHiV%26timestamp%3D1631682516)
মতলবে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
চাঁদপুর মতলবের উত্তরে পুকুরের পানিতে ডুবে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। তাদের নাম ইয়ামিন (৪) ও জান্নাত (৪)। আজ বুধবার দুপুর ১২টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের রামপুর গ্রামের খাঁন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। হাসপাতাল ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, রামপুর খাঁন বাড়ির সিরাজ খাঁনের ছেলে ইয়ামিন ও ইসমাইল খাঁনের মেয়ে জান্নাতকে দুপুরের দিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অনেক খোঁজাখুঁজির পর ২ জনকে একসঙ্গে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়। উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাদেরকে মৃত ঘোষণা করেন।