চার মাস ধরে ৮ হাজার মামলার বিচারকাজ বন্ধ

বাংলা ট্রিবিউন রংপুর সদর প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ০৭:২৯

রংপুরের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক না থাকায় চার মাস ধরে আট হাজারের বেশি মামলার বিচারকাজ বন্ধ রয়েছে। এতে জেলার আট উপজেলা ও মহানগরীর সাত থানার মানুষ বিচারবঞ্চিত হচ্ছেন। কবে বিচারক আসবেন, আদালতের কার্যক্রম শুরু হবে; তা জানা নেই কারও।


ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের পেশকার কামরুজ্জামান বলেন, চার মাস ধরে বিচারক নেই। তবে কবে নাগাদ আসবে তা আমাদের জানা নেই।


এদিকে, মামলা জটের কারণে একেক মামলার তারিখ এক বছর পর দেওয়া হচ্ছে বলে বিচারপ্রার্থীরা জানিয়েছেন। সেই সঙ্গে মামলায় হাজিরা দেওয়া, তারিখ কমিয়ে আনতে ৫০০-১০০০ টাকা পর্যন্ত পেশকার ঘুষ নিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিচারপ্রার্থীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও